Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১)  সরকারি শিক্ষকদের বেতন ভাতাদি প্রদান, মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে ।

 

২)  সরকারি শিক্ষকদের চাকুরীকাল ৮, ১২ ও ১৫ বছর পূর্তিতে আবেদন, সন্তোষজনক চাকুরীকাল এর ভিত্তিতে উপজেলা পদোন্নতি ও টাইমেস্কেল কমিটির সুপাশিক্রমে এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টাইমস্কেল প্রদান করা হয় এবং আবেদন ও সন্তোষজনক চাকুরীকালের ভিত্তিতে ইবিক্রস প্রদান করা হয় ।

 

৩)  শিক্ষকদের স্বপদে আবেদনের প্রেক্ষিতে প্রতি বছর জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথমত প্রথম যোগদানের পর থেকে ২ বছর পূর্ণ, একবার বদলির পরে ১ বছর পূর্ণ হলে এবং প্রশাসনিক বদলির ক্ষেত্রে ২ বছর পূর্ণ হরল এবং বছরের শুরুতে কোন নীদতমাল বা প্রঞ্জাপন জারী করলে সেমোতাবেক বদলি আদেশ প্রদান করা হয় । তবে একই পদের বিপরীতে একাধিক আবেদন পাওয়া গেলে জেষ্ঠতার ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোতি স্বাপেক্ষে বদলির আদেশ প্রদান করা হয়।

 

৪)  শিক্ষীকাদের আবেদনের তারিখ থেকে বা ডোক্তারি সনদে উল্লেখিত তারিখ থেকে ১৮০ দিনের মাতৃত্ব ছুটির আদেশ প্রদান করা হয় । তবে এই ছুটি ছুটিতে যাওয়ার আগে অনুমোদন করাতে হয় ।

 

৫)  শিক্ষকদের জিপিএফ ফান্ডে গচ্ছিত টাকা থেকে আবেদনের মাধ্যমে পেরত যোগ্য সর্বোচ্চ ২৪+১ কিস্তিতে ৭৫% টাকা ফেরত যোগ্য ও ৫২ বছর পূর্ণ হলে অফেরতযোগ্য ৮০% টাকা প্রাপ্তির জন্য আবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয় ।

 

৬)  শিক্ষকতার চাকুরীকাল তিন বছর পূর্তিতে শ্রান্তিবিনোদনভাতা ও সিইনএড পাশের পর সাময়িক সনদ ও আবেদনের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে সিইনএড স্কেল প্রদান করা হয় ।